Site icon Jamuna Television

করোনা পজেটিভ পেপ গার্দিওলা

ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা করোনা পজেটিভ হয়েছেন। ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার কোচ পেপ গার্দিওলা। এ কারণে আগামীকাল (৭ জানুয়ারি) এফএ কাপে সুইনডন টাউনের বিপক্ষে ম্যানসিটির পরবর্তী ম্যাচে ডাগআউটে থাকবেন না ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের টপার ক্লাবটির কোচ।

ম্যান সিটি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ক্লাব কোচ কোভিড-১৯ টেস্টে পজেটিভ হয়েছেন। গার্দিওলার সহকারী হুয়ানমা লিলোও আক্রান্ত হয়েছেন করোনায়। ক্লাবের বেশ কয়েকজন করোনা আক্রান্ত খেলোয়াড় ও স্টাফের মতো এই দুজনকেও আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় দলের হতশ্রী অবস্থার জন্য কে দায়ী, জেমি ডে নাকি বাফুফে?

ম্যানচেস্টার সিটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী কোচ তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ৫ বছরের যাত্রায় ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ১০টি ট্রফি জিতেছেন পেপ। এর আগেও দুই বছর আগে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন পেপ গার্দিওলার মা ডোলোরোস সানা।

আরও পড়ুন: পুসকাস অ্যাওয়ার্ড: দেখুন বছরের সেরা ৩ গোল

Exit mobile version