Site icon Jamuna Television

বান্দরবানে স্ত্রী খুন, নিখোঁজ স্বামী; স্থানীয়রা বলছেন ‘নাটক’

বান্দরবানে সদর উপজেলার থংজমা পাড়ায় সিং ম্যা নু মার্মা নামে এক নারী হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে স্বামী রেথোয়াইনু মার্মা। এ ঘটনায় স্ত্রীকে হত্যার পর অপহরণের নাটক সাজিয়ে পালানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে ফোন করেন নিখোঁজ রেথোয়াইনু। মেম্বারকে তিনি জানিয়েছেন, সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে তার ঘরে গিয়ে মৃত অবস্থায় পাওয়া যায় স্ত্রীকে। সেখানে গিয়ে দেখা যায়, নিহতের পরনের কাপড় এলোমেলো। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সন্ত্রাসীদের হত্যার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি শৈ সা চিং মারমা। আর স্থানীয়রাও বলছেন, রাতে কোনো গোলাগুলি বা চিৎকার শুনতে পাননি তারা। কেউ কেউ বলছেন, স্ত্রীকে হত্যার পর নাটক সাজিয়ে পালিয়েছে রেথোয়াইনু।

আর কে বা কারা কী কারণে ওই নারীকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম। ইতোমধ্যে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/এডব্লিউ

Exit mobile version