Site icon Jamuna Television

ওমিক্রন মোকাবেলায় বেনাপোল বন্দরের বাইরে আসা নিষিদ্ধ ভারতীয় ট্রাক চালকদের

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল বন্দর এলাকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় বন্দর অডিটরিয়ামে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে মাস্ক ছাড়া বন্দর এলাকায় প্রবেশসহ ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বন্দরের বাইরে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনাসহ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। বন্দরে কর্মরত শ্রমিক, ব্যবসায়ীদের বুস্টার ডোজ দ্রুত বাস্তবায়নের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান, শার্শা উপজেলার নির্বাহী অফিসার আলিফ রেজা, শার্শা উপজেলার সহ-কমিশনার (ভূমি) শারমিন আক্তার মিথিলা, নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মো. কাইয়ুম ,বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বেনাপোল সিএন্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মহসিন মিলন, দৈনিক যুগান্তরের বেনাপোল প্রতিনিধি কামাল হোসেন ও বেনাপোল ইমিগ্রেশনের ওসি রাজু আহমেদ প্রমুখ।

/এসএইচ

Exit mobile version