Site icon Jamuna Television

স্টোকসের ইনজুরিতে দুশ্চিন্তায় ইংল্যান্ড

সতীর্থ জেমস অ্যান্ডারসনের সহযোগিতায় মাঠ ছাড়ছেন আহত বেন স্টোকস।

চলতি অ্যাশেজে ইতোমধ্যেই ধবলধোলাইয়ের সামনে সফরকারী ইংল্যান্ড। এরমধ্যেই ইংলিশদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে অলরাউন্ডার বেন স্টোকসের চোট। চলমান অ্যাশেজের চতুর্থ টেস্টে ব্যক্তিগত ৫ম ওভারের বোলিং শেষ করার আগেই চোটগ্রস্থ হয়ে প্যাভিলিয়নে ফেরেন স্টোকস। এ কারণেই চলতি টেস্টে বোলিংয়ের সুযোগ আর না-ও পেতে পারেন তিনি। সমাভবনা আছে পঞ্চম টেস্ট থেকেও ছিটকে যাওয়ার। 

প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও সারাদিনে আর একবারও বল হাতে নেননি স্টোকস, ফিল্ডিং করেছেন স্লিপে। দলের ম্যানেজমেন্ট জানিয়েছে, বেনের এই সিরিজে বোলিং করার সম্ভাবনা খুবই কম। স্টোকসের অনুপস্থিতিতে জেমস অ্যান্ডারসন, মার্ক উড আর স্টুয়ার্ট ব্রড ভাগাভাগি করে নিয়েছেন ইংলিশদের পেস আক্রমণের দায়িত্ব।

স্টোকসের ইনজুরি নিয়ে সতীর্থ স্টুয়ার্ট ব্রড বলেন, বেন শক্ত মানসিকতার মানুষ, সবচেয়ে শক্ত মানসিকতার ক্রিকেটারও। তাকে বোলিংয়ে না পাওয়া বা এভাবে বেরিয়ে যেতে দেখা এগুলো মেনে নেয়া কঠিন। তার চোট নিয়ে তেমন কোনো তথ্যও নেই আমাদের কাছে।

উল্লেখ্য, লম্বা বিরতি শেষে অ্যাশেজের মাধ্যমে ক্রিকেটে ফেরেন বেন স্টোকস। গত বছরের জুনে মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে কিছুদিনের জন্য ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

/এসএইচ

Exit mobile version