Site icon Jamuna Television

খালেদার অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষকে জানাবে মেডিকেল বোর্ড

দুর্নীতি মামলায় কারাগারে বন্দী খালেদা জিয়ার কী ধরণের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন সে ব্যাপারে কারা কর্তৃপক্ষকে অবহিত করবে ৪ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড।

সকালে ঢাকা মেডিকেলে এক ব্রিফিং-এ বোর্ড সংশ্লিষ্ট একজন চিকিৎসক এ কথা জানান। তার প্যাথলজিক্যাল বা অন্য কোনো শারীরিক পরীক্ষার প্রয়োজন হলে তা কারা কর্তৃপক্ষকে অবহিত করবে বোর্ড।

গতকাল বিকেলে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন ৪ সদস্যের মেডিকেল বোর্ড। প্রায় সোয়া এক ঘন্টা সেখানে ছিলেন তারা।

চিকিৎসকদের মধ্যে ছিলেন- অর্থপেডিক বিশেষজ্ঞ মোহাম্মদ সামিউজ্জামান, নিউরোলজিস্ট মনসুর হাবিব, মেডিসিনের ডা. টিটু মিয়া এবং ফিজিকেল মেডিসিন বিশেষজ্ঞ সোহেলী রহমান।

Exit mobile version