Site icon Jamuna Television

ঢাকায় ওমিক্রনে আক্রান্ত আরও ১০ জন

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে দেশে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। এরা সবাই ঢাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রনে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২০-এ।

জিআইএসএআইডি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, শনাক্তদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে।

দেশে সর্ব প্রথম গত ১১ ডিসেম্বর দু’জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ছিলেন। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

বাংলাদেশে ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদফতর দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে। এছাড়া আগামী মার্চ-এপ্রিলেই দেশে বড় ধরনের সংক্রমণ ঘটতে পারে বলে সম্প্রতি আশঙ্কার কথা জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। এজন্য সারা দেশের হাসপাতালগুলোতে সক্ষমতা জোরদারের জন্য কাজ চলছে বলেও জানান তিনি।

এমএন/

Exit mobile version