Site icon Jamuna Television

আবারও করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী।

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এক টুইট বার্তায় তিনি নিজেই জানিয়েছেন আক্রান্ত হওয়ার খবর। এর আগে ২০২১ সালের মার্চে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পোস্ট করা এক টুইটে প্রেসিডেন্ট আরিফ আলভি লিখেছেন, আবারও করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছি আমি। গত ৪-৫ দিন ধরেই ছিল গলাব্যাথা। এখন তা কিছুটা কমলেও গত দু’দিন ধরে জ্বরে ভুগছি। এছাড়া আর কোনো উপসর্গ নেই। আপনারা সবাই সতর্ক থাকবেন এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

আরিফ আলভীর টুইট।



দ্য ডন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার যেদিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হলেন, সেদিনই পাকিস্তানে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজারেরও বেশি মানুষের, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১২ লাখ ৯৯ হাজার ৮৪৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ২৮ হাজার ৯৫৫ জনের।

/এসএইচ

Exit mobile version