Site icon Jamuna Television

সাত দিনে দেশে করোনার সংক্রমণ বেড়েছে চারগুণ

বাংলাদেশের জন্য আগামী ছয় সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। গত সাত দিনে দেশে করোনার সংক্রমণ এক থেকে চার শতাংশে গিয়ে ঠেকেছে। নতুন ভ্যারিয়েন্ট অমিক্রমনের কারণে সংক্রমণের এমন হার ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ঠিকমতো স্বাস্থ্যবিধি না মানলে দেশের পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও শঙ্কা তাদের।

গত ৩/৪ দিনে সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধির হার এক লাফে ১ শতাংশ থেকে উঠে গেছে প্রায় ৪ শতাংশে। এ সংকেত নিঃসন্দেহে উদ্বেগের। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সারা বিশ্বের মতো দেশেও রয়েছে উৎকন্ঠা। তবে ওমিক্রনের সংক্রমণের পাশাপাশি ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর হারও কমেনি বলে মনে করিয়ে দিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এম এম আলমগীর।

আগামী ২ থেকে ৬ সপ্তাহ করোনার ঊর্ধ্বগতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই সতর্কতা বাড়ানোর ওপর জোর দেয়ার তাগিদও দিলেন এই কর্মকর্তা। সেক্ষেত্রে স্বাস্থবিধি পরিপালন নিশ্চিতে অতি দ্রুত জোর দিতে হবে বলেও পরামর্শ দিলেন এ এম এম আলমগীর।

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ও ডেল্টা দুটোরই সংক্রমণ ও ভয়াবহতা কমাতে জোর দেয়া হচ্ছে টিকার বুস্টার ডোজের উপর। তবে ভ্যাকসিন নেয়া হলেও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই।

এদিকে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে দেশে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ওমিক্রনে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২০ এ। প্রতিবেদনটি পড়ুন এখানে।

/এডব্লিউ

Exit mobile version