Site icon Jamuna Television

বিক্ষোভের হাতিয়ার যখন লাখ লাখ মৌমাছি

সরকারের দৃষ্টি আকর্ষণে এবার চিলির রাজধানী সান্তিয়াগোর ব্যস্ততম সড়কে ছেড়ে দেয়া হলো লাখ লাখ মৌমাছি। এর ফলে মুহূর্তেই শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন কাণ্ড ঘটিয়েছেন পরিবেশ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মৌচাষীরা। হাতে গোনা কয়েকজন বিক্ষোভকারী হলেও তাদের দমনে সড়কে রীতিমতো নামানো হয়েছে সেনাবাহিনী।

বেশ কিছুদিন ধরে চলা তীব্র খরায় দেশটিতে বিপর্যয় নেমে এসেছে। মারা পড়ছে মৌমাছিসহ বহু পতঙ্গ। মৌমাছি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতেই রাস্তায় নামেন মৌচাষীরা।

একজন বিক্ষোভকারী বলেন, অনাবৃষ্টির করণে বহু মৌমাছি মারা যাচ্ছে। কিন্তু এই পতঙ্গ পরিবেশের তথা গোটা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রকৃতি কীভাবে ধ্বংস হচ্ছে সে সম্পর্কে সবাইকে জানাতে চান তারা।

তবে অভিনব এমন বিক্ষোভের সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, বসতি এলাকায় ভয়ঙ্কর এই পতঙ্গ ছেড়ে দেয়া কোনো আন্দোলনের ভাষা হতে পারে না। কেউ কেউ স্পষ্ট করেই বলছেন, এভাবে মৌমাছি রাস্তায় ছেড়ে দেয়া উচিত হয়নি।

এ ঘটনায় বিক্ষোভরত তিন জনকে আটক করে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী।

/এডব্লিউ

Exit mobile version