Site icon Jamuna Television

‘দুই বছরে এতো সংক্রমণ দেখেনি বিশ্ব’

এক সপ্তাহেই ৯৫ লাখের বেশি করোনা শনাক্ত হলো সারা বিশ্বে। সংক্রমণের হার বেড়েছে ৭১ শতাংশ। ভয়াবহ এমন তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, মহামারির দুই বছরে এতোটা সংক্রমণ আর দেখেনি বিশ্ব।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ডব্লিউএইচও মহাপরিচালক জানান, নতুন আক্রান্তদের ৯০ ভাগই গ্রহণ করেননি ভ্যাকসিন। তবে করোনা বিস্তারের তুলনায় কমেছে প্রাণহানি।

গত এক সপ্তাহে করোনায় মারা গেছেন ৪১ হাজারের বেশি মানুষ। ডিসেম্বরের শেষ সপ্তাহেও সংখ্যাটি ছিলো ৪৫ হাজারের মতো। আধানম বলেন, ওমিক্রন উপসর্গহীন হলেও এর প্রকোপ হালকাভাবে নেয়ার উপায় নেই। কারণ, করোনার নতুন ভ্যারিয়েন্টও কেড়ে নিচ্ছে প্রাণ।

সংক্রমণ শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই গড়ে পাঁচ লাখের ওপর মিলছে নতুন করোনা রোগী। তাছাড়া সম্মিলিতভাবে ইউরোপের দেশগুলোতে ভয়াবহ আকারে ছড়িয়েছে করোনাভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, এতোদিন ডেল্টার তুলনায় ওমিক্রনকে কম প্রাণঘাতি আখ্যা দেয়া হচ্ছিল। কিন্তু বর্তমানে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েও মৃত্যু হচ্ছে। বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির পরিমাণও।

/এডব্লিউ

Exit mobile version