Site icon Jamuna Television

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ৭ ফিলিস্তিনি নিহত

সংগৃহীত ছবি

ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৭ ফিলিস্তিনি। খবর সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের।

বৃহস্পতিবারের (৬ জানুয়ারি) সড়ক দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে দেয়া হচ্ছে চিকিৎসা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, জর্ডান উপত্যকায় হয় দুর্ঘটনাটি। একটি গাড়িতে ছিলেন শ্রমিকরা। পথে ট্রাকের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই প্রাণ হারান ফিলিস্তিনিরা। প্রাথমিক ময়নাতদন্ত এবং কাগজপত্র যাচাইবাছাইয়ে জানা গেছে, নিহতরা সবাই নাবলুস শহরের বাসিন্দা। কাজের সন্ধানে তারা যাচ্ছিলেন পশ্চিম তীরে।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার (৭ জানুয়ারি) একদিনের শোক ঘোষণা করেছেন তিনি।

Exit mobile version