Site icon Jamuna Television

টিকা না নিয়ে বাইরে বের হলে গ্রেফতার: ফিলিপাইনের প্রেসিডেন্ট

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে। সংগৃহীত ছবি

করোনাভাইরাসের টিকা না নিয়ে কেউ বাইরে ঘোরাফেরা করলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুতারতে। খবর রয়টার্সের।

ফিলিপাইনে তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বৃহস্পতিবার (৬ জানুয়ারি)। এমন প্রেক্ষাপটে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট দুতার্তে ওই ঘোষণা দেন।

ভাষণে দুতারতে বলেছেন, টিকা না নেয়া ব্যক্তিদের খুঁজে বের করার জন্য স্থানীয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা যাতে ঘর থেকে বের না হতে পারে সেটি নিশ্চিত করতেও বলা হয়েছে নেতাদের।

দুতারতে আরও বলেছেন, কোনো ব্যক্তি আদেশ অমান্য করে ঘরের বাইরে বের হয়ে চলাফেরা করলে তাকে প্রথমে নিষেধ করা হবে। কিন্তু না শুনলে তাকে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য গ্রেফতার করবে।

ফিলিপাইনে এ পর্যন্ত ৪৩ জন দেশি-বিদেশি নাগরিক ওমিক্রন আক্রান্ত হয়েছে। এ অবস্থায় চলতি সপ্তাহে ওমিক্রনের সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার।

Exit mobile version