Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র!

ভিনিসিয়াস জুনিয়র। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের গবেষণা মতে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানটির তাদের সেরাদের তালিকায় রাখেনি কিলিয়ান এমবাপ্পেকে।

ট্রান্সফার ফির বিচারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার আর দ্বিতীয় সেরা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ট্রান্সফার ফির বিচারে নয়, সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব নুসাটেলের ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ মাঠের পারফরম্যান্সের বিচারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। আর সেখানে এই মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলারের তকমা দেয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। ২১ বছর বয়সী এই ফুটবলারের বাজার মূল্য ধরা হয়েছে ১৬৬.৪ মিলিয়ন ইউরো।

দ্বিতীয় দামি ফুটবল হয়েছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ স্ট্রাইকার ফিল ফোর্ডেন। ১৫২.৬ মিলিয়ন ইউরো বাজার মূল্য ধরা হয়েছে তার। তৃতীয় দামি ফুটবলার ধরা হয়েছে গোল মেশিন আরলিং হাল্যান্ডকে। ডর্টমুন্ডের এই তারকার বাজার মূল্য ধরা হয়েছে ১৪২.৫ মিলিয়ন ইউরো।

সেরা ১০ দামি ফুটবলারের বাকি ৭ জন্য হলেন ম্যাসন গ্রিনউড, ফ্লোরিয়ান রিডস, জুডে বেলিংহ্যাম, আলফানসো ডেভিস, রুবেন দিয়াজ, পেদ্রি ও ফ্র্যাঙ্কি ডি ইয়ং। তবে পিএসজির সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ায় তালিকায় রাখা হয়নি কিলিয়ান এমবাপ্পেকে।

আরও পড়ুন: ফিফার দ্য বেস্ট: কে হবেন বর্ষসেরা কোচ

Exit mobile version