Site icon Jamuna Television

টাঙ্গাই‌লে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে মা-শিশুসহ নিহত ৩

মুখোমুখি সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনা কবলিত পিকআপ ও সিএনজি।

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাই‌লের মধুপু‌রে পিকআপ-সিএন‌জির মু‌খোমু‌খি সংঘ‌র্ষে শিশুসহ তিনজন নিহত হ‌য়েছে।তাৎক্ষ‌নিকভা‌বে নিহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি। তবে নিহত পুরু‌ষের বা‌ড়ি শেরপু‌রের শ্রীবরদী উপ‌জেলায়, এবং শিশু ও নারীর বা‌ড়ি জামালপু‌রের দেওয়ানগঞ্জ উপ‌জেলায় বলে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

শুক্রবার (৭ জানুয়া‌রি) সকাল ৭টার দি‌কে মধুরপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফি‌লিং স্টেশ‌নের কা‌ছে এই ঘটনা ঘ‌টে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. তা‌রিক কামাল জানান, মধুপুরগামী পিকআপ ভ্যানের সা‌থে জামালপুরগামী সিএন‌জি চা‌লিত অ‌টোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ বা‌ধে। এ‌তে ঘটনাস্থ‌লেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়। ত‌বে তা‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। দুর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো জব্দ ক‌রে থানায় আনা হ‌য়েছে। এছাড়া নিহত‌দের প‌রিচয় সনা‌ক্তে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version