সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর মধ্যে প্রায় ৩০ লাখ টন জ্বালানি তেলও রয়েছে। এসব তেল আমদানি করা হবে আবুধাবী, সৌদি আরব এবং সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা থেকে।
দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ৪১তম সভায় এই অনুমোদন দেয়া হয়। পাশাপাশি খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের জন্য ৮৩০ কোটি টাকার বেশি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সভায় ১৭ হাজার ১৫৮ কোটি ৫ হাজার টাকার মোট ১৩টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, রেলপথ মন্ত্রণালয়ের ২টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টিসহ বেশ কিছু প্রস্তাবনা ছিল।
কমিটি অনুমোদিত ১২টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১৬ হাজার ৬২০ কোটি ৮৭ লক্ষ ৯৫ হাজার ৫৯৮ টাকা।
মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৮ হাজার ৬৪৪ কোটি ৯১ লক্ষ ১৪ হাজার ৮৫৪ টাকা এবং দেশিয় ব্যাংক, এডিবি, আইটিএফসি ও জাইকা হতে ঋণ ৮ হাজার ৫১৩ কোটি ৮ লক্ষ ৯১ হাজার ১৩৯ টাকা।
/এডব্লিউ

