Site icon Jamuna Television

দুবাইয়ে পার্টি করার পর করোনা পজেটিভ অবামেয়াং

ছবি: সংগৃহীত

আফ্রিকান নেশনস কাপে খেলতে ক্যামেরুনে নেমেই দুঃসংবাদ শুনলেন পিয়েরে এমেরিক অবামেয়াং। দুবাই থেকে পার্টি করার পর করোনা টেস্টে পজেটিভ হয়েছেন আর্সেনালের এই তারকা ফরোয়ার্ড। জানিয়েছে দ্য মিরর।

অবামেয়াংয়ের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় আফ্রিকান নেশনস কাপ শুরুর আগে বড় সড় ধাক্কা খেয়েছে গ্যাবন। গানারদের অধিনায়কত্ব চলে গেলেও জাতীয় দলের অপরিহার্য অংশ এই স্ট্রাইকার।

অবামেয়াং ছাড়াও করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেছে মারিও লেমিনা ও সহকারী কোচ আনিসেট ইয়ালার শরীরেও। অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল যাচাই করার জন্য এই তিনজনের পিসিআর পরীক্ষা করানো হয়েছে। পিসিআর পরীক্ষার ফল পজেটিভ এলে তাদেরকে আইসোলেশনে যেতে হবে।

এদিকে, আগামী সোমবার সি গ্রুপে কোমোরস আইল্যান্ডসের বিপক্ষে আফ্রিকান নেশনস কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে অবামেয়াংয়ের দল গ্যাবন। কোভিডে আক্রান্ত হওয়ার ফলে উদ্বোধনী ম্যাচে নাও দেখা যেতে পারে দলের অধিনায়ককে।

আরও পড়ুন: পাক আম্পায়ারকে ‘ঘুষ’ দিয়ে আউট হওয়া থেকে বেঁচেছিলেন শেবাগ!

Exit mobile version