Site icon Jamuna Television

বাংলাদেশে আরও নিষেধাজ্ঞা আসবে: মেজর (অব.) হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। ফাইল ছবি।

দেশের গণতন্ত্র ও ভোটাধিকার নষ্ট করায় ভবিষ্যতে আরও নিষেধাজ্ঞা আসবে বাংলাদেশে। এমনকি জাতিসংঘ থেকেও নিষেধাজ্ঞা আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আগ্রাসনবিরোধী কনভেনশনে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে অধিকারবিহীন দেশে বাস করছে জনগণ। বিএনপির নেতাকর্মীদের বাকস্বাধীনতা হরণ করে প্রতি মুহূর্তে ধরপাকড় চালাচ্ছে ফ্যাসিবাদী এই সরকার। এসময় ভারতের সাথে পানিবণ্টন চুক্তির মীমাংসা করারও আহ্বান জানান তিনি।

Exit mobile version