Site icon Jamuna Television

৬ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা সংবাদ পাঠিকার

‘আমার মগজই আমার শত্রু’ এরকম সুইসাইট নোট লিখে ৬ তলার ছাদ থেকে নীচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক সংবাদ পাঠিকা। গতকাল রবিবার রাত এগারোটার দিকে অফিস থেকে ফিরেই নীচে লাফ দেয়। এঘটনা ঘটে ভারতের হায়দরাবাদের মুসাপেট এলাকায়।

জানা যায়, মৃতের নাম রাধিকা রেড্ডি, স্থানীয় এক সংবাদ চ্যানেলে কাজ করতেন তিনি। বহুতলে মা বাবার ফ্ল্যাটে তাঁদের সঙ্গেই তিনি থাকতেন।৩৬ বছরের রাধিকা রেখে গিয়েছেন একটি সুইসাইড নোট। মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি।

পুলিশ জানিয়েছে, অফিস থেকে ফেরার পর সোজা ছাদে উঠে যান রাধিকা, নীচে লাফিয়ে পড়েন। মাথা ও পায়ে প্রচণ্ড চোট পাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ৬ মাস আগে ডিভোর্স হয়ে যায় এই সংবাদ পাঠিকার, থাকতেন বাবা মা ও ১৪ বছরের ছেলের সঙ্গে। তাঁর ছেলে শারীরিক প্রতিবন্ধী। কেন রাধিকা এমন পদক্ষেপ নিলেন জানতে তদন্ত শুরু হয়েছে।

ডিসেম্বরে মুম্বইয়ের আর এক সংবাদ পাঠিকা অর্পিতা তেওয়ারি এভাবেই আত্মহত্যা করেন বলে খবর এসেছিল।

Exit mobile version