Site icon Jamuna Television

রফতানিতে নীতি সহায়তার মেয়াদ বাড়লো ছয়মাস

ছবি: সংগৃহীত।

রফতানি খাতে দেয়া নীতি সহায়তার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করলো কেন্দ্রীয় ব্যাংক। গত ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী জুন পর্যন্ত করা হয়েছে। তবে গ্রাহকের প্রয়োজনীয়তা বিবেচনায় ব্যাংকগুলোকে এসব সুবিধা দিতে হবে।

এ বিষয়ে একটি সার্কুলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে রফতারিকারক ও ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। সরকারের সুদ ভর্তুকির আওতায় ঋণ সুবিধার পাশাপাশি বিভিন্ন নীতি সহায়তা দেয়া হচ্ছে।

বৈদেশিক বাণিজ্যে দেয়া নীতি সহায়তার মেয়াদ এর আগে কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়। বিশ্ববাজারে কাঁচামালের দর বৃদ্ধিসহ বিভিন্ন বিবেচনায় ইডিএফ থেকে একক গ্রাহকের ঋণ সীমা বাড়িয়ে চার কোটি ডলার নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

এসজেড/

Exit mobile version