Site icon Jamuna Television

কাজাখস্তানে চলমান সহিংসতায় নিহত ৪৪

ছবি: সংগৃহীত

সরকার পতনের পরও কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া সহিংসতা চলছেই। দেশটিতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ জন, আহত অসংখ্য মানুষ। নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার অন্তত ৩০০০ বিক্ষোভকারী। খবর বিবিসির।

শুক্রবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শান্তি ফেরাতে ইতোমধ্যেই দেশটিতে রুশ জোটের সেনাবাহিনী পৌঁছেছে।

এদিকে, আন্দোলনকারীদের ‘সশস্ত্র অপরাধী’ আখ্যা দিয়ে শুক্রবার সকালে কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সশস্ত্র অপরাধীদের সাথে সংঘর্ষে কাজাখ নিরাপত্তা বাহিনীর ১৮ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৪৮ জন। আর, সহিংসতায় এখন পর্যন্ত ২৬ জন সশস্ত্র অপরাধী নিহত হয়েছে।

কাজাখস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।

উল্লেখ্য, গত শনিবার নতুন বছর প্রথম দিনেই কাজাখস্তানে জ্বালানির দাম এক লাফে দ্বিগুণের বেশি বাড়ানো হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিনই মানজিস্তাউ শহরে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ। দ্রুত সেই বিক্ষোভ দেশটির অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে ক্রমে তা গণবিদ্রোহের রূপ নেয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে শুরু করেন প্রতিবাদ।

/এসএইচ

Exit mobile version