Site icon Jamuna Television

ক্রাইস্টচার্চে জিমে ব্যস্ত তাসকিন-এবাদতরা

ফুরফুরে মেজাজে অনুশীলনে টাইগাররা।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জিম অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজ (৭ জানুয়ারি) তাসকিন-এবাদতরা এককভাবে সেরে নিয়েছেন অনুশীলন।

এর আগে গতকাল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ের পর বেশ ফুরুফুরে মেজাজেই মাউন্ট মঙ্গানুই ত্যাগ করে টাইগাররা। এদিন হোটেল ছাড়ার আগে মানসিক ও শারীরিকভাবে চাঙা থাকতে জিমে কিছু সময় ব্যয় করে মুমিনুল-মুশফিকরা।

আরও পড়ুন: স্লো ওভার রেটের শাস্তি এবার দেয়া হবে ম্যাচের মধ্যেই

ক্রাইস্টচার্চে ম্যাচের আগে ২ দিন অনুশীলন করবে টাইগাররা। আগামী ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

আরও পড়ুন: পাক আম্পায়ারকে ‘ঘুষ’ দিয়ে আউট হওয়া থেকে বেঁচেছিলেন শেবাগ!

Exit mobile version