Site icon Jamuna Television

সৌদিতে দশ হাজার স্কুল বন্ধ

সৌদি আরবে একসঙ্গে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনা করছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

আগামী শিক্ষাবর্ষ থেকে এত বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান একত্রীকরণ কিংবা বন্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বন্ধের পরিকল্পনার আওতায় আসা শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগেই শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২০ জন। এসব প্রতিষ্ঠানে শিক্ষকদের সংখ্যাও চার থেকে ছয়জন।

এ ছাড়া প্রতি শিক্ষার্থীর পেছনে বার্ষিক দুই লাখ সৌদি রিয়েল (বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ লাখ ২৫ হাজার) খরচ করে সরকার।

Exit mobile version