Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত মহেশ বাবু

ছবি: সংগৃহীত।

করোনায় আক্রান্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা পজেটিভ হওয়ার খবর দিয়েছেন এ অভিনেতা নিজেই। নিজের ইনস্টাগ্রামে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মহেশ জানিয়েছেন, সব রকমের সতর্কতা নেয়ার পরও আমি কোভিড পজেটিভ। তবে আমি ভালো আছি। চিকিৎসকের পরামর্শ মতোই চিকিৎসা চলছে। কোভিডের সমস্ত প্রোটোকল মেনে চলছি।

তিনি আরও লেখেন, গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানাচ্ছি। এ তারকার এই পোস্ট দেখা মাত্রই অনুরাগী থেকে তারকা মহলের অনেকেই তার আরোগ্য কামনা করেছেন।

আরও পড়ুন: বিগ বসে জিততে বাঙালি অভিনেত্রীর কাণ্ড ভাইরাল

বেশ কয়েকদিন দুবাইয়ে ছিলেন মহেশ বাবু। সম্প্রতি দেশে ফিরে করোনা পরীক্ষার করার পর রিপোর্ট পজেটিভ আসে মহেশের। পরিবারের সাথে নববর্ষ উদযাপন করতে দুবাই গিয়েছিলেন মহেশ বাবু। তবে মহেশ আক্রান্ত হলেও স্ত্রী নম্রতা ও সন্তানদের রিপোর্ট এখনও আসেনি।

/এনএএস

Exit mobile version