Site icon Jamuna Television

কেপটাউন টেস্টে খেলবেন ভিরাট, ইঙ্গিত দ্রাবিড়ের

ছবি: সংগৃহীত।

দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন ভিরাট কোহলি। সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর থেকে আন্তর্জাতিক পর্যায়ে তার কোনো শতক নেই। ব্যাট হাতে ছিলো না ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে চোখে পড়ার মতো পারফরমেন্স।

সবকিছুকে পেছনে ফেলে ভিরাটের প্রয়োজন ছিলো টেস্ট ক্রিকেটের ব্যাটিংয়ে মনোযোগ দেয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ওয়ানডে অধিনায়কত্ব চলে গেছে রোহিত শর্মার হাতে। নিজের অফফর্ম তো আছেই, খোদ বোর্ডের সাথে এই ইস্যুতে বিতর্কেও জড়িয়েছেন।

এদিকে, দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট জিতে রীতিমত উড়ছিলো ভারতীয় দল। তবে দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়ে ছিটকে যান ভিরাট। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা নিয়ে আসে দক্ষিণ আফ্রিকা। তবে এমন অবস্থায় সুসংবাদ দিলেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ইঙ্গিত দিয়েছেন, খুব দ্রুতই মাঠে নামবেন দলের টেস্ট অধিনায়ক।

দ্রাবিড় বলেন, ইনজুরি কাটিয়ে এরইমধ্যে ভিরাট ভালো অবস্থানে চলে এসেছে। দৌঁড়ানো শুরু করেছে এবং একটু-আধটু ফিল্ডিংও করছে। আমি আশা করছি তৃতীয় টেস্টের আগে ভিরাট সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।

জোহানেসবার্গে খেলা হয়নি ভিরাটের। তবে কেপটাউন টেস্টে ঠিকই ভারতকে সিরিজ জেতাবেন তিনি, এমনই বিশ্বাস কোচ দ্রাবিড়ের।

জেডআই/

Exit mobile version