Site icon Jamuna Television

এই ছবিতে চিতাবাঘ খুঁজে বের করুন! অনেকেই ব্যর্থ হয়েছেন

ছবি: টুইটার

ইংরেজিতে একটা শব্দ আছে ‘ক্যামোফ্লাজ’। নেটমাধ্যমে অনেক সময়ই এমন ছবি ভাইরাল হয় যেখানে কোনো প্রাণী বা বস্তুকে খুঁজে বের করার চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়। আর সেগুলি বেশ মজারও। ছবি শেয়ার করে বলা হয়, ‘বলুন তো এই ছবিতে কোথায় রয়েছে এই প্রাণী বা বস্তুটি।’

তেমনই একটি ছবি সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। অমিত মেহরা নামে এক টুইটার ব্যবহারকারী সেই ছবিটি শেয়ার করেছেন। কোনো এক জঙ্গলের ছবি। তার মধ্যে বড় কয়েকটি গাছ এবং শুকনো ঘাস দেখা যাচ্ছে। এই ছবিতেই লুকিয়ে রয়েছে একটি চিতাবাঘ।


নেটিজেনদের উদ্দেশে অমিতের প্রশ্ন, ‘ছবিতে চিতাবাঘ খুঁজে দেখান তো!’ একটু ভালো করে লক্ষ্য করলেই ওই প্রাণীটিকে খুঁজে বের করা সম্ভব। কেউ কেউ বাঘ ‘শিকার’ করতে পেরেছেন। তবে বেশির ভাগই ব্যর্থ হয়েছেন। এটা একটা চোখের খেলাও বলা যেতে পারে। বলা ভালো, চোখের ভ্রম। সেই ভ্রম কাটিয়ে বাঘটিকে ধরতে পারেন কি না দেখুন তো।

ইউএইচ/

Exit mobile version