Site icon Jamuna Television

কন্যা সন্তানের বাবা হলেন ডি কক

ছবি: সংগৃহীত।

প্রথমবারের মতো বাবা হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী সাশা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রী ও সদ্যজাতের সাথে ছবি দিয়ে ডি কক জানিয়েছেন, তাদের প্রথম সন্তানের নাম কিয়ারা।

এদিকে, সদ্যজাত সন্তানের ছবি পোস্ট দেয়ার পর থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন ডি কক। জাতীয় দলের সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটাররা ছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সও শুভেচ্ছা জানিয়েছে ডি কককে। আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলে থাকেন ডি কক।

আরও পড়ুন: ‘চার-পাঁচজন সিনিয়র ছাড়া ভালো ক্রিকেটার নেই; মিথ্যা প্রমাণিত হয়েছে নিউজিল্যান্ডে’

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রোটিয়া এই উইকেটরক্ষক ব্যাটার। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষে বনেদি এই ফরম্যাটকে বিদায় জানান তিনি। পরিবারকে সময় দিতেই মূলত অবসরের সিদ্ধান্ত নেন ডি কক।

/এনএএস

Exit mobile version