Site icon Jamuna Television

করোনার টিকায় আপত্তি, নিজের দুই সন্তানকে ‘অপহরণ’ মায়ের!

ছবি: প্রতীকী

সন্তানদের কোভিড টিকা দেয়ার বিষয়ে প্রবল আপত্তি ছিল। তাই টিকা এড়াতে নিজের সন্তানদেরই ‘অপহরণ’ করলেন এক নারী। এমনই অভিযোগ তুলেছেন ওই নারীর প্রাক্তন স্বামী। ঘটনাটি ঘটেছে স্পেনের রাজধানী মাদ্রিদের। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, স্বামী-স্ত্রীর মধ্যে আইনি মামলা চলছে। ওই নারীর স্বামীর অভিযোগ, তাকে না জানিয়েই দুই সন্তানকে অন্যত্র সরিয়ে দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী। গত ৪ নভেম্বর থেকে দুই ছেলের সঙ্গে দেখা হয়নি তার। আদালত জানিয়েছিল, সন্তানদের টিকা দেয়া হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে বাবার। আদালতের সেই রায়ের পরই দুই ছেলেকে ‘অপহরণ’ করেন তাদের মা।

তার স্ত্রী আগেই ‘হুমকি’ দিয়ে চিঠি দিয়েছিলেন স্কুল থেকে ছেলেদের ছাড়িয়ে নিয়ে যাবেন। আদালত যখন রায় দেয় যে ছেলেদের টিকা দেয়া হবে কি না সে সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের বাবার রয়েছে, সেই রায় জানার পরই ছেলেদের অপহরণ করেছেন তার প্রাক্তন স্ত্রী। বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। এরপরই দুই নাবালককে উদ্ধার করে তাদের বাবার হেফাজতে দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version