Site icon Jamuna Television

পুলিশের গাড়িতে আগুন লাগানোর মামলায় গ্রেফতার স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে আগুন

নওগাঁর পত্নীতলায় পুলিশের গাড়িতে আগুন লাগানোর মামলায় গ্রেফতার স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ জানুয়ারি) কমলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে দুর্বৃত্তরা ফারহানা পারভীনের বাড়িতে লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির চারদিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পুলিশের গাড়িতে আগুন লাগানোর মামলায় গ্রেফতার করা হয় ফারহানা পারভীন ও তার স্বামীসহ পরিবারের ৪ জনকে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সেখানে পুলিশ ক্যাম্প বসানো হবে বলে জানিয়েছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version