Site icon Jamuna Television

স্ত্রীর মৃত্যুর ঘটনায় আটক স্বামী পুলিশি হেফাজতে নিহত, বাহিনীটির দাবি আত্মহত্যা

লালমনিরহাটে একটি বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া নিহত ওই নারীর স্বামীর মৃত্যু হয়েছে পুলিশের হেফাজতেই। তবে পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদ শেষে থানায় আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে হাতিবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে নিজ বাড়ি থেকে সবিতা রানী নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামী হিমাংশু বর্মণ, মেয়ে ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। সেখান থেকে ওইদিনই বিকেলে মৃত অবস্থায় হিমাংশুকে নেয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন: ইউপি নির্বাচনে একসাথে জয়ী মা-ছেলে

পুলিশ কর্মকর্তাদের কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে চলে যান পুলিশ অফিসাররা। ওয়াইফাইয়ের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন হিমাংশু।

এসজেড/

Exit mobile version