Site icon Jamuna Television

বাণিজ্য মেলায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত, বাড়ছে সংক্রমণের ঝুঁকি

বাণিজ্যমেলায় মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন দর্শনার্থীরা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়াই ঘোরাফেরা, কেনাকাটা করছে ক্রেতা-দর্শনার্থী, উদাসীন বিক্রেতারাও। লঙ্ঘিত হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার নিয়মও। প্রবেশ পথে ঢিলেঢালা ভাব থাকায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি।

মূল শহর থেকে কিছুটা দূরে এবার বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। নির্দিষ্ট স্থানে পরিকল্পিতভাবে মেলা পরিচালনা করাই ছিল উদ্দেশ্য। বাণিজ্য মেলায় দিন যতোই যাচ্ছে, ততই বাড়ছে মানুষের অংশগ্রহণ। সেই সাথে বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও। করোনার ঊর্ধ্বমুখী প্রবণতার এই সময়ে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দেবার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তবে মানুষের চাপে ব্যাহত হয় সেই উদ্যোগও। এতে দেশে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা বাড়ছে আরও।

এসজেড/

Exit mobile version