Site icon Jamuna Television

পাকিস্তানে আয়োজন করে মাদক ধ্বংস

রীতিমতো আয়োজন করে ২২ টন মাদকদ্রব্য ধ্বংস করলো পাকিস্তানের মাদকবিরোধী বাহিনী। যার বাজার মূল্য অন্তত ১৫০ কোটি পাকিস্তানি রুপি।

শুক্রবার (৭ জানুয়ারি) করাচিতে বিপুল পরিমাণ এ মাদক ধ্বংস করে সিন্ধু প্রদেশের মাদকবিরোধী ফোর্স। ২০২১ সালে বিভিন্ন সময়ে অভিযানে উদ্ধার হয় এসব মাদক।

এরমধ্যে রয়েছে ১৩০ কেজি হেরোইন ও ২০ হাজার বোতল অবৈধ মদ, কেমিক্যালসহ বিভিন্ন ধরনের মাদক। শিক্ষার্থীদের মধ্যে মাদক বিষয়ক সচেতনতা গড়ে তুলতেই এ কর্মসূচি আয়োজন বলে জানিয়েছে মাদকবিরোধী এ বাহিনীটি।

/এডব্লিউ

Exit mobile version