Site icon Jamuna Television

ভুল অভিযানে নিহত বিমানযাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে ইরান

রেভল্যুশনারি গার্ডের ভুল অভিযানে ভূপাতিত ইউক্রেনের বিমানের নিহত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে ইরান। শুক্রবার (৭ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য।

এরইমধ্যে ক্ষতিপূরণ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানানো হয়। নিহত ১৭৬ জনের পরিবারকে মোট দেড় লাখ ডলার ক্ষতিপূরণ দেবে তেহরান। নিহতদের মধ্যে যেসব দেশের নাগরিক ছিলেন, সেসব দেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলেও জানানো হয়।

২০২০ সালের ৮ জানুয়ারি আইআরজিসির ভুলবশত ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের পিএস-৭৫২ ফ্লাইট। ওই অভিযানে নিহতদের ৫৫ জনই কানাডার নাগরিক ছিলেন। নিহত পরিবারের সদস্যরা অন্টারিওর এক আদালতে মামলা করে ইরানের বিরুদ্ধে।

গত সপ্তাহে দেয়া রায়ে ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দেয় কানাডার আদালত।

/এডব্লিউ

Exit mobile version