Site icon Jamuna Television

চলন্ত পুলিশ ভ্যান থেকে পালালেন হাতকড়া পরা কয়েদি

ছবি: সংগৃহীত

কারাগার কিংবা পুলিশ ভ্যান থেকে কয়েদি পালানোর দৃশ্য দেখা যায় সিনেমায়। কিন্তু এবার বাস্তবেই চলন্ত পুলিশ ভ্যান থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পালালো। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের আলাগোয়া নোভার পারাইবা এলাকায় এই ঘটনা ঘটেছে। সিসিটিভিতে ধারণ করা ওই ঘটনার ভিডিও শেয়ার করেছে ভাইরালহগ নামে একটি ইউটিউব চ্যানেল। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, চলন্ত পুলিশ ভ্যান থেকে কয়েদি পালিয়েছে।

ওই কয়েদি পুলিশ ভ্যানের পেছনের দরজা খুলে পালাতে সক্ষম হন। তিনি মাথা নিচু করে রাস্তায় মাঝখানে লাফ দেন। এরপর দৌড়ে পালিয়ে যান। তবে রিয়ারভিউ আয়নায় চালক বিষয়টি একদম লক্ষ্য না করে পুলিশ ভ্যান চালিয়ে চলে যান। পুলিশ স্টেশনে পৌঁছে ভ্যানের ভেতরে কয়েদিকে না পেয়ে তারা পালানোর বিষয়টি টের পান।

আরও পড়ুন: ওমিক্রনেই শেষ নয়, আরও ভয়াবহ করোনা আসছে! আশঙ্কা বিজ্ঞানীর

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কয়েদি ধরা পড়েনি। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Exit mobile version