Site icon Jamuna Television

যশোরে তৃতীয় লিঙ্গের একজনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে লাবনী (৩৫) নামে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় যশোর-ছুটিপুর সড়কের হালসা সেতুর কাছে এই ঘটনা ঘটে। লাবনীর বাড়ি যশোর শহরের বেজপাড়ায়। তার বাবার নাম করিম মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী নাজমা ও সেলিনা জানান, লাবনীসহ তারা তিন জন যশোর শহরের ধর্মতলায় হিজড়ার সরদার পাঞ্জেরীর অধীনে ছিলেন। মতের অমিল হলে তারা আলাদা হয়ে যান। আজ সকালে তিন জন গ্রামে যান। হালসা সেতুর কাছে পৌঁছালে মুখে মাস্ক পরা দুই জন এসে লাবনীর গলায় ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় লাবনীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ঢাবিতে হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষ

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, গুরুতর অবস্থায় লাবনীকে হাসপাতালে আনা হয়। অপারেশন থিয়েটারে পাঠানোর পরেই মারা যান লাবনী। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানান
তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকান্ড ঘটেছে তা উদঘাটনে কাজ চলছে।

/এনএএস

Exit mobile version