Site icon Jamuna Television

দুই দফা দাবিতে বুটেক্স শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গত ৮ জানুয়ারি অনলাইনে পরীক্ষাসহ ২ দফা দাবিতে আন্দোলন করে বুটেক্স শিক্ষার্থীরা।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা ফুট ওভারব্রিজ নির্মাণ এবং অনলাইনে পরীক্ষা নেয়ার দাবিতে ক্যাম্পাসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে রাজধানীর পুরো তেজগাঁও এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে অবরোধে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামী ১৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে করোনার বর্তমান পরিস্থিতিতে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে। তাই তারা অনলাইনে পরীক্ষার জন্য আন্দোলন করছেন। তারা বলেন, করোনার কারণে আর সময় নষ্ট করতে চান না।

এছাড়া কিছুদিন আগে রাস্তা পারাপারের সময় এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি তাদের।

/এডব্লিউ

Exit mobile version