Site icon Jamuna Television

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর নেতৃত্বে থাকা মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।

উল্লেখ্য, হাবিবুর রহমান রিয়াদকে সভাপতি ও হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদক করে ২০১৯ সালে মহানগরের কমিটি ঘোষণা করা হয়। পরে ওই বছরই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় ছাত্রলীগ।

Exit mobile version