Site icon Jamuna Television

টালিউড পাড়ায় করোনার হানা, দ্বিতীয়বারের মতো আক্রান্ত ঋতুপর্ণা

ছবি: সংগৃহীত।

এবার টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শ্যুটিং করতে গিয়েছিলেন। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে ফিরে এসে ঠান্ডা লাগে তার। সন্দেহ হলে পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায় স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের করোনা পজেটিভ।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত জনপ্রিয় ভারতীয় ইউটিউবার

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজে ছিলেন তিনি। এ সময় তার ঠান্ডা লাগে। পরীক্ষা করে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর আগে ২০২১ সালের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজেটিভ এসেছিল তার।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত মহেশ বাবু

সম্প্রতি টালিউডপাড়ায় করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। রাজ-শুভশ্রী থেকে মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত ও শ্রীলেখা করোনায় আক্রান্ত হয়েছে।

/এনএএস

Exit mobile version