Site icon Jamuna Television

মারা গেলেন হলিউডের প্রথম তারকা খ্যাতিপ্রাপ্ত কৃষ্ণাঙ্গ অভিনেতা

ছবি: সংগৃহীত।

৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হলিউডের কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়াটির। কৃষ্ণাঙ্গ হিসেবে হলিউডে তারকা খ্যাতি পাওয়া প্রথম অভিনেতা ছিলেন তিনি। ‘লিলিস অব দ্য ফিল্ড’ ছবিতে অনবদ্য অভিনয় দিয়ে ১৯৬৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ তারকা হিসেবে জিতে নেন অস্কারও। তার মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন বাহামাসের ডেপুটি প্রধানমন্ত্রী চেস্টার কুপার। খবর আনন্দবাজার পত্রিকার।

দরিদ্র কৃষক পরিবারে ১৯২৭ সালে মিয়ামিতে জন্মেছিলেন সিডনি। তিনি প্রায়শই মিয়ামি থেকে ফ্লোরিডা এবং বাহামাসে যাতায়াত করতেন। সে জন্য সিডনির বেড়ে ওঠা বাহামাসে। ১৫ বছর বয়সে আমেরিকার মিয়ামিতে চলে আসেন তিনি। পরের বছর আসেন নিউ ইয়র্কে। ১৬ বছর বয়সে তিনি যোগ দেন আমেরিকান নিগ্রো থিয়েটারে।

১৯৫৫ সালে করা ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ তার জীবনের প্রথম সিনেমা। ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ ছবির জন্য ১৯৫৮ সালে প্রথমবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন সিডনি। এছাড়া তার অভিনীত অন্যতম সেরা সিনেমা ‘টু স্যার উইথ লাভ’।

এসজেড/

Exit mobile version