Site icon Jamuna Television

করোনা আক্রান্ত ছেলেকে গাড়ির ব্যাকডালায় রাখলেন মা

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ির ব্যাকডালায় করোনায় আক্রান্ত ছেলেকে আটকে রাখায় এক নারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই শিক্ষককের নাম সারাহ বিয়াম (৪১)। ছেলের কাছ থেকে তার দেহে করোনার সংক্রমণ ঘটতে পারে ভেবে ছেলেকে গাড়ির পেছনের মালামাল রাখার বাক্সে ভরে নিজের করোনা পরীক্ষা করাতে যান সারাহ।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের হারিস পল্লীতে গত ৩ জানুয়ারি গাড়ির পেছন থেকে শব্দ পেয়ে এক ব্যক্তি জরুরি সেবায় ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ এসে ওই শিশুটিকে গাড়ির পিছনের বাক্সটি থেকে উদ্ধার করে এবং তার মাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: এক ফ্লাইটে ১৭৩ জনের করোনা পজেটিভ

পুলিশের কাছে ওই শিক্ষিকা জানান, তার ছেলে করোনায় আক্রান্ত। তাকে গাড়িতে রেখে নমুনা পরীক্ষা করতে যাচ্ছিলেন। ২০১১ সাল থেকে স্থানীয় একটি হাইস্কুলে শিক্ষকতা করে আসছেন তিনি। এ ঘটনার পর তাকে স্কুল থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

/এনএএস

Exit mobile version