Site icon Jamuna Television

মঞ্চে উঠে বিজেপি বিধায়কের গালে কষে থাপ্পড় বৃদ্ধের (ভিডিও)

ছবি: সংগৃহীত।

ভারতের উত্তরপ্রদেশে একটি মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্ত। মঞ্চে অতিথির আসনে বসে ছিলেন তিনি। এ সময় আচমকা একজন বৃদ্ধ মঞ্চে উঠে সপাটে বিধায়কের গালে থাপ্পড় কষে দেন। এ নিয়ে ২১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, মঞ্চে বহু সমর্থকদের সামনেই লাঠি হাতে মঞ্চে উঠে পড়েন সেই বৃদ্ধ। প্রথমে বিধায়ক পঙ্কজ ভেবেছিলেন, তাকে কিছু বলার জন্যই তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তবে এ সময় আচমকা সকলের সামনেই তার গালে চড় কষে দেন তিনি।

ঘটনার আকষ্মিকতায় বিব্রত বিধায়ক। আয়োজকরাও পড়েন বেকায়দায়। সাথে সাথেই মঞ্চে উঠে কয়েকজন সেই বৃদ্ধকে নামিয়ে নেন।

জানা গেছে, ওই বৃদ্ধ একজন কৃষক। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন তা এখনও জানা যায়নি।

এসজেড/

Exit mobile version