Site icon Jamuna Television

দুটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

বগুড়া ব্যুরো

পৃথক অভিযানে বগুড়ায় বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে শহরের কলোনী ও জামিলনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী জানান, সদর থানার জামিলনগর এলাকার একটি বাসা থেকে রোববার রাতে মোস্তাফিজার রহমান ও শামীমা আকতার সুমি নামে দুজনকে একটি নাইন এমএম পিস্তলসহ গ্রেফতার করা। মোস্তাফিজার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

তিনি আরো জানান, সুমি ও মোস্তাফিজার ওই এলাকার এক বাসিন্দাকে অস্ত্র মামলায় ফাঁসানোর ভয় দেখি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। এমন অভিযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে, সদর থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন জানান, তাদের এক অভিযানে শহরের চকফরিদ কলোনী এলাকা থেকে রোববার রাতে জালাল হোসেন ঝন্টু নামে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রসীকে একটি জাপানি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। ঝন্টুর বিরুদ্ধে সাতটি হত্যাসহ ১৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version