Site icon Jamuna Television

আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা জানালেন শিক্ষামন্ত্রী

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আফতাবনগরে একটি কলেজের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার। এ কারণে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে এর আওতায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডা. দীপু মনি।

আরও পড়ুন: যানবাহনে অর্ধেক যাত্রী, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে শনিবার সকালে মানিকগঞ্জে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বলেছেন, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। এর আগে গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক ডোজ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাবে না বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Exit mobile version