Site icon Jamuna Television

নাইজেরিয়ায় সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় নিহত ৩০

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার জামফারা রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর রয়টার্সের।

২০২০ সালের শেষ দিকে উত্তর-পশ্চিমাঞ্চলে গণহারে অপহরণসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

হামলার কবলে পড়া গ্রামের বাসিন্দারা জানান, তিন শতাধিক অস্ত্রধারী লোক মোট আটটি গ্রামে একযোগে হামলা চালিয়ে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। এতে হতাহতের ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলার সময় বাড়িঘর ও দোকানপাটেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আক্রান্ত এলাকার বাসিন্দা উমারো মাকেরি নিশ্চিত করেন , হামলায় তিনি তার তিন সন্তান ও স্ত্রীকে হারিয়েছেন, তার বাড়িতেও করা হয় অগ্নিসংযোগ। হামলার সময় পালিয়ে বাঁচা আবু বাকার বেলো বলেন, হামলার সময় গ্রামগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী ছিল না। নিরাপত্তা কর্মীর চেয়ে হামলাকারীদের সংখ্যা ছিল অনেক বেশি।

নাইজেরিয়ার যেসব রাজ্যে নিয়মিত অপহরণের ঘটনা ঘটে, জামফারা তার অন্যতম। গোলযোগপূর্ণ রাজনৈতিক পরিস্থির কারণে ২০২১ এর সেপ্টেম্বর থেকেই সেখানে টেলিযোগাযোগ বন্ধ রেখেছে দেশটির কর্তৃপক্ষ।


/এসএইচ

Exit mobile version