Site icon Jamuna Television

জয়পুরহাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক ও ১ আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের আক্কেলপুর পৌর এলাকার কেসেরমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আক্কেলপুর উপজেলার চক রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৪০) ও একই উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলী ছেলে সাব্বির হোসেন (২০)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর মেয়ে সুমাইয়া খাতুন তার মা ও বড়ভাই সাব্বিরকে নিয়ে শনিবার সকালে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি হতে আসেন। ভর্তি শেষে তারা ৩ জন একটি ভ্যানে চড়ে বাড়িতে ফিরছিলেন। দুপুরে তাদের বহনকারী ভ্যানটি কেসের মোড়ে পৌঁছলে ভ্যানের একটি চাকা ভেঙে গতি হারিয়ে ফেলে। এসময় জয়পুরহাট থেকে দ্রুতগতিতে আসা একটি কার্ভাড ভ্যান ওই যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সুজন হোসেন ও সাব্বির হোসেন মারা যান।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কার্ভাড ভ্যানটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

জেডআই/

Exit mobile version