Site icon Jamuna Television

বলিউডে করোনার হানা, তালিকায় এবার গায়ক

অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) ফেসবুকে এই গায়কের ভেরিফায়েড পেজে নিজের এবং তার স্ত্রী কোয়েল রায়ের করোনা শনাক্তের কথা জানানো হয়।

বর্তমানে আরজিৎ সিং ও কোয়েল রায় দু’জনেই কোয়ারেন্টিনে আছেন এবং তারা ভালো আছেন বলেও জানানো হয়।

গত বছরের জুনে করোনা আক্রান্তদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন অরিজিৎ। দেশটির বহরমপুরে অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ধৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫টি হাই-ফ্লো নেজাল অক্সিজেন (এইচএফএনও) মেশিন এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর স্বাস্থ্য দফতরকে দেওয়া হয়েছিল। এছাড়া করোনায় গ্রামের মানুষদের সাহায্য করতে অনলাইন কনসার্ট করেছিলেন এ গায়ক। আয়ের সব টাকাই ব্যয় করা হয়েছিল গ্রামের মানুষের চিকিৎসার জন্য।

কিছুদিন ধরেই একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন বলিউড তারকারা। সম্প্রতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কারিনা কাপুর, জন আব্রাহাম, একতা কাপুর, অর্জুন কাপুর, অংশুলা কাপুর, রিয়া কাপুরসহ অনেকে।

Exit mobile version