Site icon Jamuna Television

ক্রাইস্টচার্চ টেস্টে অনিশ্চিত মুশফিকুর

ছবি: সংগৃহীত।

রোববার (৯ জানুয়ারি) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় ৪টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে দুঃসংবাদ পেল টাইগার টিম। ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে মুশফিকুর রহিমের অংশগ্রহণ।

কুঁচকির চোটে পড়েছেন প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা পঞ্চপাণ্ডবের একমাত্র এই সদস্য। তার জায়গায় দলে আসতে পারেন নুরুল হাসান সোহান।

প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ব্যাট করতে নামতে পারেননি দ্বিতীয় ইনিংসেও। তার পরিবর্তে খেলবেন নাঈম শেখ। আর দ্বিতীয় ম্যাচে মুশফিককে পাওয়া না গেলে উইনিং টিমের দুই সদস্যকে ছাড়াই খেলতে হতে পারে মুমিনুল হক বাহিনীকে। যদিও মুশফিকের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন চৌধুরী।

জেডআই/

Exit mobile version