Site icon Jamuna Television

বর্জ্যের ভাগাড় চট্টগ্রাম আউটার স্টেডিয়াম

দেখে মনে হতে পারে ময়লার কোনো ভাগাড়। কিন্তু এটি আসলে চট্টগ্রামের আউটার স্টেডিয়াম।

বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে চট্টগ্রাম আউটার স্টেডিয়াম। ডিসেম্বর মাসব্যাপী বিজয় মেলা শেষ হওয়ার এক সপ্তাহ পরও আবর্জনা অপসারণ না করায় এই বেহাল দশা। উৎকট দুর্গন্ধে হাঁটা দায়, ফলে স্বাস্থ্যঝুঁকিতে আশপাশের মানুষ। তবে এসব বর্জ্য দ্রুতই পুড়িয়ে ফেলা হবে বলে আশ্বাস সিটি মেয়রের।

১ ডিসেম্বর শুরু হওয়া মাসব্যাপী বিজয় মেলা শেষ হয়েছে ২ জানুয়ারি, স্টল গুটিয়ে চলে গেছেন বিক্রেতারা। কিন্তু অপসারণ না করায় পুরো মাঠজুড়ে এখন ময়লা আবর্জনার স্তুপ।

আউটার স্টেডিয়ামের পাশেই সার্কিট হাউস, শিশুপার্ক, জাদুঘর, এম এ আজিজ স্টেডিয়ার, অর্ধ শতাধিক রেস্টুরেন্ট, মার্কেটসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এক সপ্তাহ ধরে মাঠে জমে থাকা বর্জ্যের দুর্গন্ধের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে খেলতে আসা শিশু কিশোরসহ আশপাশের সবাই।

মেলার এসব বর্জ্যকে বাড়তি বোঝা বলে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী মন্তব্য করেন, অপসারণের পর শীঘ্রই সেগুলো পুড়িয়ে ফেলা হবে।

/এডব্লিউ

Exit mobile version