Site icon Jamuna Television

আপিল বিভাগে নিয়োগ পেলেন ৪ বিচারপতি

আপিল বিভাগে বিচারক হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান হাসপাতালে ভর্তি থাকায় পরে শপথ নিবেন।

রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত বিচারকদের শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে শনিবার (৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের আপিল বিভাগে নিয়োগ দেন। এরপর রোববার সকালে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

এ নিয়ে বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো আট জন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে আরও দায়িত্ব পালন করছেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

Exit mobile version