Site icon Jamuna Television

৩ বছর পর মুক্তি পেলেন সৌদি রাজকন্যা

সৌদি রাজকন্যা বাসমাহ বিনতে সৌদ বিন আবদুল আজিজ আল–সৌদ।

দীর্ঘ ৩ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সৌদি রাজকন্যা বাসমাহ বিনতে সৌদ বিন আবদুল আজিজ আল–সৌদ।

শনিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানায় মানবাধিকার বিষয়ক একটি সংস্থা। ২০১৯ সালে কোনো অভিযোগ ছাড়াই মেয়েসহ আটক হন তিনি। রাখা হয় রিয়াদের কড়া নিরাপত্তা বেষ্টিত কারাগারে। গেল ৩ বছরে বেশ কয়েকবার বাদশাহ ও ক্রাউন প্রিন্স বরাবর আবেদন করলেও মেলেনি মুক্তি। মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত প্রিন্সেস বাসমাহ। রাজতন্ত্রের সংস্কারের দাবিতেও সোচ্চার ছিলেন তিনি।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসী আচরণের কড়া সমালোচক বাসমাহ। এসব কারণেই তিনি আটক হন বলে ধারণা বিশ্লেষকদের। প্রিন্সেস বাসমাহ প্রয়াত বাদশাহ সৌদের ১০৮ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। সম্পর্কে বর্তমান বাদশাহ সালমানের ভাতিজি ও প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চাচাতো বোন।

Exit mobile version