Site icon Jamuna Television

পাবনার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিহতদের চাপা দেয়া ট্রাককে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি:

পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার পুটিগারা নামক স্থানে ট্রাক চাপায় রবিউল ইসলাম (৭০) ও মোমিন মিয়া (৫০) নামের দু’জন নিহত হয়েছেন। রবিউল আতাইকুলা থানার পুটিগারা গ্রামের তারুন প্রামানিকের ছেলে এবং মোমিন পোহাই খার ছেলে।

রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রবিউল ও মোমিন দু’জন একটি ভ্যান গাড়িতে করে যাচ্ছিল। পুটিগারা নামকস্থানে হঠাৎ তাদের বহনকারী ভ্যান ভেঙে রাস্তায় পড়ে যায়। এসময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরেক জন মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

এসজেড/

Exit mobile version